ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা দুই আসামি ৭ দিনের রিমান্ডে

শনিবার বিকাল সাড়ে পাঁচটায় দিনাজপুর চিফ ম্যাজিস্ট্রেট আদালতে তিন আসামির মধ্যে দুইজনকে হাজির করা হয়। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসু এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার নতুন আইও ডিবির ওসি ইমাম জাফর আদালতের কাছে ১০ দিনের রিমান্ড চাইলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপর একজন আসামি আসাদুল হক অসুস্থ হয়ে পড়ায় সে র্যাবের হেফাজতে রংপুর মেডিকেলে ভর্তি রয়েছে।