ভোলায় ২ শত পিচ ইয়াবাসহ এক যুবক আটক

ভোলা সদর উপজেলায় ২শত পিচ ইয়াবাসহ বিপ্লব (৩৮) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার(১৭ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে ভোলা সদর পৌরসভা ৫ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বিপ্লব ভোলা সদর থানার কালিখোলা পৌর ৫ নং ওয়ার্ডের মৃত বিমল চন্দ্র দের ছেলে।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, ভোলা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পদির্শক(এস আই) (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান ও সংগীয় অফিসার ফোর্স নিয়ে ভোলা পৌরসভা ৫ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব নামে এক যুবককে ২শত পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।